আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সততা, সুনাম,নিষ্ঠা ও সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মাথার ঘাম পায়ে ফেলে একটি প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলোক বর্তিকা জ্বালিছেন, যাদের নাম উল্লেখ না করলে হয়ত কৃপনতা করা হবে তাদের মধ্যে আছেন, স্থানীয় সূর্য্যসেনা ক্লাবের সম্মানীত সদস্যবৃন্দ, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব আব্দুর রহমান, মরহুম আব্দুল মালিক,আলহাজ্ব আব্দুজ জহুর তালুকদার, মনোরঞ্জন তালুকদার, ডা:ননী ভূষন তালুকদার, বজলুর রহমান সহ যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা সহ শ্রদ্ধা নিবেদন করছি।
বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্নে যে সকল প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে বিনা বেতনে, অর্ধ বেতনে খেটে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন সে সকল শিক্ষকবৃন্দের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি মনে করি যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই প্রতিষ্ঠানও থাকবে এবং ততদিন পর্যন্ত এলাকাবাসি প্রতিষ্ঠা কালের ব্যক্তিবর্গকে শ্রদ্ধাভাবে মনে রাখবে।
বর্তমানে অত্র প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক,শিক্ষিকা ও কর্মচারী কর্মরত আছেন তাদের অক্লান্ত পরিশ্রম,মেধা,প্রজ্ঞা ও সৃজনশীল পাঠদানের ফলে ২০১৮ খ্রিষ্ঠাব্দে প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে। বর্তমানে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক অত্র প্রতিষ্ঠানে কর্মরত আজাদ মিয়া সহকারি শিক্ষক(জীব বিজ্ঞান),শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মো: আব্দুস সহিদ(শা:শি:)। অত্র প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। বঙ্গঁবন্ধ সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রতিবছরই বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সুনাম অর্জন করছে। ২০২২ সালে অত্র বিদ্যালয়ে স্থাপিত হয়েছে “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” তথ্যই শক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে অবাধ তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই। সুতরাং অবাধ তথ্য প্রবাহ সকলের জন্য উম্মুক্ত করার লক্ষ্যে আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের নামে খোলা হয়েছে ডায়নামিক ওয়েবসাইট www.anwarpurhs.edu.bd
এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ বিদ্যালয়ের সকল ধরনের তথ্য সম্মন্ধে অবগত হতে পারবেন।এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরও স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত হবে।
আমি সম্মানিত অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তি, সুধীজন ও জনপ্রতিনিধি সহ সকলকে আমাদের আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।
‘‘এই বিদ্যালয়ের অবাধ তথ্য প্রযুক্তির অনুকুল পরিবেশ
শিক্ষক শিক্ষার্থীকে করবে সমৃদ্ধ,এগিয়ে যাবে বাংলাদেশ’’
পরিশেষে বিদ্যালয়টির সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
সকলকে ধন্যবাদ।
বিমল চন্দ্র দে
প্রধান শিক্ষক
আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়
তাহিরপুর, সুনামগঞ্জ।
০১৭১৮ ৭৯০২৫০
আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়
তাহিরপুর, সুনামগঞ্জ।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +88+880 1718-790250
ই-মেইল: anwarpurhs@gmail.com
ওয়েব: www.anwarpurhs.edu.bd