১৯৯৬ সালে আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলাস্থ তাহিরপুর উপজেলাধীন ৭নং বালিজুরী ইউনিয়নে আনোয়ারপুর বাজার হতে ২০০ গজ দক্ষিণে ওয়েজখালী-সুনামগঞ্জ রাস্তার পার্শ্বে অবস্থিত। যারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক ত্যাগ,শ্রম,মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। এর মধ্যে যারা পৃথিবী ছেড়ে পরপাড়ে চলে গেছেন তাদের মধ্যে আছেন আমার পিতা মরহুম আলহাজ্ব আব্দুর রহমান,চাচা মরহুম আলহাজ্ব আব্দুল মালিক সহ আমি সবার আতœার শান্তি কামনা করছি। দীর্ঘদিন আমার পিতা অত্র প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারী আমার পিতার মৃত্যর পর এলাকাবাসি আমার উপর বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব দেন।
বর্তমানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও জনপ্রতিনিধি সহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গেঁ যোগাযোগ স্থাপন করে বিদ্যালয়টিকে আরও কীভাবে ভালো করা যায় চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কাতিক চর্চা ও সাহিত্য চর্চার সুযোগ রয়েছে। বিদ্যালয়ে স্থাপিত “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের বর্তমান তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদেরকে আরো যুগোপযোগী হিসেবে গড়ে তোলা যাবে। অবাধ তথ্য প্রযুক্তি ও জবাবদিহিতা নিশ্চিতকরনের লক্ষ্যে বিদ্যালয়ে খোলা হয়েছে একটি ডায়নামিক ওয়েবসাইট www.anwarpurhs.edu.bd
ওয়েবসাইট টি ভিজিট করার মাধ্যমে যে কেউ বিদ্যালয়ের সকল ধরনের তথ্য সম্মন্ধে নিশ্চিত হতে পারবে। আমোদের সকলের আন্তরিক প্রচেষ্ঠা ও সহযোগীতার মাধ্যমে বিদ্যালয়টি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক এবং সমাজ ও জাতি গড়ার কাজে সকল ছাত্র-ছাত্রী,বিবেকবান ও সুনাগরিক হিসেবে গড়ে উঠুক এবং মানব সেবায় নিজেকে উৎসর্গ করুক এই প্রত্যাশা ও শুভ কামনা করছি।
সভাপতি হিসেবে আমি বিদ্যালয়টির উত্তরোক্তর সাফল্য কামনা করছি। সকলকে ধন্যবাদ